
কলকাতার নীলরতন সরকার হাসপাতালের কুকুর হত্যার ঘটনায় আটক করা হয়েছে দুই জনকে। আদালতে চলছে মামলা পরব্ররতী কার্যক্রম। এই ঘটনায় এরই মধ্যে উত্তাল সামাজিক গণমাধ্যমগুলো, চলছে তীব্র প্রতিবাদ। সেই প্রতিবাদে পিছিয়ে নেই টালিউডের তারকারাও। সেই তালিকায় এবার নাম লেখালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। নৃশংস এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নিজের টুইটের মাধ্যমে।

মিমি তার টুইটে লেখেন, ‘আমি চাই তোমাদেরও পিটিয়ে মেরে ফেলা হোক, যেভাবে তোমরা ওদের মেরেছিলে। হ্যাঁ, আমি জানি একজন পাবলিক ফিগার হিসেবে আমার এমনটা বলা উচিত নয়। কিন্তু সত্যিই আমি এর পরোয়া করি না’।
টুইটে তিনি আরও লেখেন, ‘তার শহরে আর কোনও আনন্দ অবশিষ্ট নেই’।