
সাংবাদিক,বাগেরহাট: বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের অধ্যক্ষ মীর জুলফিকর আলী লুলু মিলানায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
এর আগে বুধবার সকালে পিআইবি-র আয়োজনে বাগেরহাটের ৩১জন সাংবাদিকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স শুরু হয়।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা। এ পেশার বিকাশ ও জন কল্যাণে গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। পেশার মানোন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই। এ পেশার ক্ষেত্রে মফস্বল সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। তারা মিডিয়ার প্রাণ হিসেবে কাজ করে। এই ঝুকিপূর্ণ পেশায় থেকে মফস্বল সাংবাদিকরা ওয়েজবোর্ড অনুযায়ী সুযোগ সুবিধা পান না। সেক্ষেত্রে মালিকপক্ষ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার আহবান জানান বক্তারা।
প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ শাখিলুর রহমান। পিআইবির-র পরিচালক মো. ইলয়াছ ভুঞার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সরকারি পিসি কলেজের উপাধ্যক্ষ মোস্তাহিদুল আলম, জেন্ডার স্পেশালিস্ট আব্দুল্লাহ শাহরিয়ার, পিআইবি প্রতিবেদক জিলহাজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সহ-সভাপতি নিহার রঞ্জন সাহা, সহ-সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেন, আহসানুল করিম, দেলোয়ার হোসেন, বাবুল সরদার, সাবেক সেক্রেটারি আলী আকবর টুটুল প্রমুখ।
সাংবাদিক/জেআই